এবছর সরকারি খরচে কেউ হজে যাবে না। কেবল হজ ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা যাবেন। কিন্তু অন্য কাউকে সরকারি খরচে হজে পাঠানো হচ্ছে না। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সন্ধ্যায় ফরেন সার্ভিস একডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানান।
তিনি বলেন, হজের ব্যয় কমানোর চেষ্টা করা হচ্ছে। হজের ব্যয় যতটা সম্ভব কমানো হবে। হজ প্যাকেজ এই মাসের শেষের দিকে ঘোষণা করা হবে। সেখানে আপনারা দেখতে পাবেন ব্যয় কতা কমানো হলো।
রিজওয়ানা হাসান বলেন, রাষ্ট্রপতি কী বলেছেন এর প্রেক্ষিতে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি উঠেছে এবং এ লক্ষ্যে আন্দোলন হচ্ছে। আবার একটি রাজনৈতিকদল রাষ্টপ্রতির পদত্যাগের কারণে সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হতে পারে এমন কথা বলছে। আবার তাদের নেতাদের মধ্যে এ বিষয়ে মত-ভিন্নতা রয়েছে। এসব বিষয় নিয়ে উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা হয়েছে বলে তিনি জানান।
এ বিষয়ে তিনি আরও বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা হচ্ছে। আশা করি রাজনৈতিকদলের সঙ্গে আলোচনার মাধ্যমে এ বিষয়ে আমরা মতৈক্যে পৌঁছাতে পারব।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম উপস্থিত ছিলেন। সূত্র : বাসস।
<p><font color="#ffffff" face="SolaimanLipi"><span style="font-size: 16px; background-color: rgb(7, 43, 60);"><strong>প্রধান উপদেষ্টা : লুৎফর রহমান </strong></span></font></p><p><span style="margin: 0px; padding: 0px; font-family: SolaimanLipi; font-weight: bolder; color: rgb(255, 255, 255); font-size: 16px; background-color: rgb(7, 43, 60);">সম্পাদক ও প্রকাশক : মাসুদুর রহমান ,সহ সম্পাদক : জাকারিয়া তৌহিদুল খায়ের (নিপুন)</span></p><p><span style="color: rgb(255, 255, 255); font-family: SolaimanLipi; font-size: 16px; margin: 0px; padding: 0px; font-weight: bolder; text-align: right;"><span style="margin: 0px; padding: 0px; font-weight: bolder; background-color: rgb(7, 43, 60);">বার্তা ও বানিজ্যিক কার্যালয় : সাওদিয়া মার্কেট, ৩য় তলা, ফার্মগেট, তেজগাঁও, ঢাকা।</span><span style="font-weight: inherit; background-color: rgb(7, 43, 60);"> </span><span style="margin: 0px; padding: 0px; font-weight: bolder; background-color: rgb(7, 43, 60);">ইমেইল: [email protected]</span><span style="font-weight: inherit; background-color: rgb(7, 43, 60);"> </span>বার্তা ও বানিজ্যিক কার্যালয় : সাওদিয়া মার্কেট, ৩য় তলা, ফার্মগেট, তেজগাঁও, ঢাকা।</span><span style="font-weight: inherit; color: rgb(255, 255, 255); font-family: SolaimanLipi; font-size: 16px; text-align: right;"> </span><span style="color: rgb(255, 255, 255); font-family: SolaimanLipi; font-size: 16px; margin: 0px; padding: 0px; font-weight: bolder; text-align: right;">ইমেইল: [email protected]</span></p>
All rights reserved © 2024