ঢাকাFriday , 25 October 2024
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

dailyalochitosangbad
October 25, 2024 5:25 pm
Link Copied!

Spread the love

টানা পঞ্চমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়সহ (বশেমুরকৃবি) দেশের ৯টি কৃষি ও কৃষি প্রাধান্য বিশ্ববিদ্যালয়সমূহে শুক্রবার ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। ৮টি মূল কেন্দ্র ও ৩টি উপকেন্দ্রে একযোগে সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে নির্ধারিত ১ ঘণ্টায় শেষ হয়।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় মোট ৯টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ৩ হাজার ৭১৮টি। এর মধ্যে বশেমুরকৃবির ৬টি অনুষদে আসন রয়েছে ৪৩৫টি। ২০২৩-২৪ এর ভর্তি পরীক্ষায় সর্বমোট আবেদনকারী পরীক্ষার্থী ৭৫ হাজার ১৭ জন। সে হিসেবে এক আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ২০ জন।

পরীক্ষার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন বশেমুরকৃবি’র প্রশাসনিক ও আর্থিক বিষয়ে দায়িত্বপ্রাপ্ত মৃত্তিকা বিজ্ঞানী প্রফেসর ড. জি.কে.এম মোস্তাফিজুর রহমান। পরীক্ষার কেন্দ্রসমূহ পরিদর্শন শেষে এ জ্যেষ্ঠ অধ্যাপক বলেন, এ বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষার সুষ্ঠু-সুন্দর পরিবেশ ও শৃঙ্খলা নিশ্চিতকল্পে অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ। এ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারও পরীক্ষার্থীগণ পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে আনন্দের সহিত পরীক্ষা দিতে পেরেছে। ভর্তিচ্ছুদের সুবিধা বিবেচনায় বিভিন্ন রুটে বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তৎপর ছিলেন বলেও তিনি জানান। এদিকে সুন্দর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারায় পরীক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সন্তুষ্টি প্রকাশ করে এ বিশ্ববিদ্যালয়ের ভূয়সী প্রশংসা করেন।

 

উল্লেখ্য, ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ৩০ অক্টোবর প্রকাশিত হবে এবং সশরীরে ভর্তি পরীক্ষা চলবে ৯ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত।

dailyalochitosangbad