প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ১:০১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৪, ৬:৩২ এ.এম
জামালপুরে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প
মাসুদুর রহমান : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা শাখার উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর নির্দেশে ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষ রোপন, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় জামালপুর জেলা যুবদলের আয়োজনে শহরের স্টেশন রোড়ে দলীয় কার্যালয়ের সামনে এ মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয় । জেলা যুবদলের আহবায়ক মো: সফিকুল ইসলাম খান সজিবের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো: আতিকুল রহমান লিটনের সঞ্চালনায় কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ মো: ওয়ারেছ আলী মামুন প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ ছাড়াও ডা: আহমেদ আলী আকন্দ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, যুবদলের সাবেক নেতা খন্দকার আহসুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লুকমান আহমেদ লোটন, যুবদলের সাবেক নেতা রফিকুল ইসলাম রফিক, মিজানুর রহমান মিজান, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান, জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আলম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় সাবেক জেলা যুবদলের সাবেক সহ যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জামান লিটন, সাবেক সহ সভাপতি আরিফ আহমেদ শুভ, যুবদল নেতা সোলায়মান হোসেন সোলে, খন্দকার মামুনুর রশিদ বাবু, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আলম হোসেন, যুবদল নেতা হারুনুর রশিদ কালু, জাহাঙ্গীর আলম, সাবেক দপ্তর সম্পাদক আতিকুর রহমান লিটন, কোষাধ্যক্ষ আশরাফ হোসনে,গণ শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মুশফিকুর রহমান লুলু, ঢাকা মহানগর উত্তর ৬ নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক মো: মনির হোসেন স্বপন সহ জেলা যুবদলের প্রায় এক হাজার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। মেডিক্যাল ক্যাম্প শেষে জেলা যুবদলের অর্ধ শতাধিক নেতাকর্মীরা রক্ত দান করেন ।
<p><font color="#ffffff" face="SolaimanLipi"><span style="font-size: 16px; background-color: rgb(7, 43, 60);"><strong>প্রধান উপদেষ্টা : লুৎফর রহমান </strong></span></font></p><p><span style="margin: 0px; padding: 0px; font-family: SolaimanLipi; font-weight: bolder; color: rgb(255, 255, 255); font-size: 16px; background-color: rgb(7, 43, 60);">সম্পাদক ও প্রকাশক : মাসুদুর রহমান ,সহ সম্পাদক : জাকারিয়া তৌহিদুল খায়ের (নিপুন)</span></p><p><span style="color: rgb(255, 255, 255); font-family: SolaimanLipi; font-size: 16px; margin: 0px; padding: 0px; font-weight: bolder; text-align: right;"><span style="margin: 0px; padding: 0px; font-weight: bolder; background-color: rgb(7, 43, 60);">বার্তা ও বানিজ্যিক কার্যালয় : সাওদিয়া মার্কেট, ৩য় তলা, ফার্মগেট, তেজগাঁও, ঢাকা।</span><span style="font-weight: inherit; background-color: rgb(7, 43, 60);"> </span><span style="margin: 0px; padding: 0px; font-weight: bolder; background-color: rgb(7, 43, 60);">ইমেইল: [email protected]</span><span style="font-weight: inherit; background-color: rgb(7, 43, 60);"> </span>বার্তা ও বানিজ্যিক কার্যালয় : সাওদিয়া মার্কেট, ৩য় তলা, ফার্মগেট, তেজগাঁও, ঢাকা।</span><span style="font-weight: inherit; color: rgb(255, 255, 255); font-family: SolaimanLipi; font-size: 16px; text-align: right;"> </span><span style="color: rgb(255, 255, 255); font-family: SolaimanLipi; font-size: 16px; margin: 0px; padding: 0px; font-weight: bolder; text-align: right;">ইমেইল: [email protected]</span></p>
All rights reserved © 2024