মাসুদুর রহমান : জামালপুরে অভিযানে ৪০০ পিস ইয়াবা ও নগদ ১৪,৫০০/-(চৌদ্দ হাজার পাঁচশত ) টাকা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) দুপুর ১২ টায় জেলার বকশীগঞ্জ উপজেলার পুরাতন বাসস্ট্যান্ডের হোটেল আলিবাবা এন্ড মিষ্টান্ন ভান্ডার এর ভিতরের ১নং কেবিনের মধ্যে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ফুলুয়ারচর গ্রামের আমজাদ হোসেনের ছেলে সাজেদুল ইসলাম (৩১) ও একই গ্রামের মরহুম শের আলীর ছেলে মো: রতন (৩০) ।
এ বিষয়ে ডিবি (ওসি) সাকিব আহমেদ জানান,
জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে সাজেদুল ও রতনকে গ্রেফতার করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার কথা স্বীকার করে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বকশিগঞ্জ থানায় মামলা দায়ের ও সহযোগীতের আটক করার চেষ্টা অব্যাহত আছে।
dailyalochitosangbad