ঢাকাTuesday , 29 October 2024
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সাজাপ্রাপ্ত কয়েদী আনার আলীকে গ্রেফতার করেছে র‍্যাব

Link Copied!

Spread the love
মাসুদুর রহমান : শেরপুর জেলা কারাগার থেকে পলাতক মোবাইল কোর্টের রায়ে ০৫ মাসের সাজাপ্রাপ্ত কয়েদী আনার আলী(৪২)কে গ্রেফতার করেছে জামালপুর করেছে র‍্যাব ১৪। মঙ্গলবার দুপুর ১ টায় শেরপুর সদর থানার বয়রা পরানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  তিনি মধ্য বয়রা এলাকার আজিত উল্লাহ শেখের ছেলে।  র‍্যাবের অধিনায়কের পক্ষে সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার লুৎফা বেগম বিষয়টি নিশ্চিত করে দুপুর ৩ টায় জানান,  গত ৫ আগস্ট শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিকাল ৪ টায় জেলা কারাগারে কয়েক হাজার দুস্কৃতিকারী আক্রমন করে বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি করে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার ৫১৮ হাজতী ও কয়েদীকে পলায়ন করতে সহায়তা করে । এই ঘটনার পরেই পলাতক হাজতী ও  কয়েদীদের তালিকা সংগ্রহ করে হাজতী ও কয়েদীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান শুরু করে র‍্যাব ১৪ । গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মোঃ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে র‍্যাবের একটি আভিযানিক দল শেরপুরের বয়রা পরানপুর এলাকায়  অভিযান পরিচালনা করে কয়েদী নং-৭৮৭৭/এ, আনার আলী(৪২)কে গ্রেফতার করে র‍্যাব সদস্যরা। মোবাইল কোর্ট মামলায় ০৫ মাসের সাজাপ্রাপ্ত ও ১০০টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ১০ দিনের সাজাপ্রাপ্ত পলাতক কয়েদী ছিলেন আনার আলী।    তিনি আরো জানান,  ঘটনার দিন তিনি অন্যান্য হাজতী ও কয়েদীদের সাথে কৌশলে শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যান এবং শেরপুর জেলাসহ আশেপাশের  বিভিন্ন জেলায় আত্মগোপনে থাকেন। কয়েদী আনার আলীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শেরপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে । জেল পলাতক এসব হাজতী ও কয়েদীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

dailyalochitosangbad