ঢাকাSaturday , 30 November 2024
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে স্বাস্থ্য খাতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানব বন্ধন

dailyalochitosangbad
November 30, 2024 1:40 pm
Link Copied!

Spread the love

মাসুদুর রহমান,জামালপুর প্রতিনিধি  : জামালপুর জেলার বেসরকারি স্বাস্থ্য খাতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (৩০ নভেম্বর)  সকাল ১১ টায় শহরের বকুলতলা মোড়ে জামালপুর বেসরকারি ক্লিনিক মালিক সমিতির আয়োজনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।  বড়পীর হযরত আ: কাদের জিলানী(রহ:) হাসপাতাল(প্রা:) এর ব্যবস্থাপনা পরিচালক ও বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক এ.বি.এম  মাকসুদুর রহমান সোহেলের সঞ্চালনায় জামালপুর বেসরকারী ক্লিনিক মালিক সমিতির সভাপতি হারুন অর রশিদ,  সাংগঠনিক সম্পাদক ইমরান হাসান রতন,শাহজামাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল, জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ ফয়সল আতিক,  সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময়  জামালপুর বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি ডা: তারিকুল ইসলাম, সহ সভাপতি মাসুদ আলম খোকন, সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর  রহমান বাপ্পি, সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ কামরুল ইসলাম, সদস্য শামীম মিয়া, আপ্যায়ন সম্পাদক লোটাস তালুকদার, সম্পাদক আব্দুল আওয়াল সহ সচেতন মহল এবং ক্লিনিকের ১ হাজার ৫ শত কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে আসামীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।
মানব বন্ধনে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ ফয়সল আতিক তার বক্তব্যে বলেন,  এ ঘটনায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।  আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
উল্লেখ্য যে, গত শুক্রবার রাত পৌনে একটায় দুর্বৃত্তরা একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে এসে আগ্নেয়াস্ত্রসহ শহরের বেসরকারি এম এ রশিদ হাসপাতালে প্রবেশ করে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও কর্মচারীদের মারধর করে । এ সময় হাসপাতালের নিরাপত্তাকর্মীদের কক্ষ, অভ্যর্থনা ডেস্ক, বিভিন্ন কাউন্টার, ফার্মেসি, জরুরি বিভাগ, সিটি স্ক্যান, এক্সরেসহ বিভিন্ন কক্ষ ভাঙচুর করে। এতে ৪ জন কর্মচারী আহত হয়েছেন।  হামলার ঘটনায় রোগী, চিকিৎসক, নার্স, কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন।

dailyalochitosangbad