জামালপুর প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৪) জানুয়ারী সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বাস্থ্য বিভাগীয় সরকারী কর্মচারী পেশাজীবি পরিষদ জামালপুর জেলা শাখার আয়োজন ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জামালপুর জেলা শাখার সার্বিক সহযোগিতায় অস্থায়ী ক্যাম্পাস জামালপুর মেডিকেল কলেজের মাঠে এ অনুষ্ঠান অনুষ্টিত হয়।
সিভিল সার্জন অফিসের প্রোগ্রাম অর্গানাইজার মোহাম্মদ আব্দুল হালিমের সঞ্চালনা ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট কমিটির আহব্বায়ক আমজাদ হোসেন (বাদল) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল-১ এর উপ পরিচালক ডা: সৈয়দ আবু আহাম্মদ শাফী বক্তব্য রাখেন। এদিকে বিশেষ অতিথি জামালপুর জেলার সিভিল সার্জন ডা: ফজলুল হক, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জামালপুর জেলা শাখার সভাপতি ডা: আহাম্মদ আলী আকন্দ, সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ডা: মোহাম্মদ তারিকুল ইসলাম, জামালপুর মেডিকেল কলেজের ফরেনসিক ডিপার্টমেন্ট এর বিভাগীয় প্রধান ডা: হারুন অর রশিদ বক্তব্য রাখেন। এ ছাড়াও অন্যান্যদের মধ্যে বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: আজিজুল হক,বাংলাদেশ জাতীয়তাবাদী স্বাস্থ্য বিভাগীয় সরকারি কর্মচারী পেশাজীবি পরিষদের জামালপুর জেলার সাধারণ সম্পাদক মো: আমজাদ হোসেনও বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন এর জামালপুর সদর উপজেলার সভাপতি আব্দুর নুর প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বাস্থ্য বিভাগীয় সরকারী কর্মচারী পেশাজীবি পরিষদ জামালপুর জেলা শাখার সদস্য ফরমান আলী ভুইয়া, আবু সাইম,বিপুল আহম্মেদ বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন জামালপুর জেলা আহব্বায়ক কমিটির সদস্য মো: রাশেদুল ইসলাম সহ জেলার প্রতিটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
<p><font color="#ffffff" face="SolaimanLipi"><span style="font-size: 16px; background-color: rgb(7, 43, 60);"><strong>প্রধান উপদেষ্টা : লুৎফর রহমান </strong></span></font></p><p><span style="margin: 0px; padding: 0px; font-family: SolaimanLipi; font-weight: bolder; color: rgb(255, 255, 255); font-size: 16px; background-color: rgb(7, 43, 60);">সম্পাদক ও প্রকাশক : মাসুদুর রহমান ,সহ সম্পাদক : জাকারিয়া তৌহিদুল খায়ের (নিপুন)</span></p><p><span style="color: rgb(255, 255, 255); font-family: SolaimanLipi; font-size: 16px; margin: 0px; padding: 0px; font-weight: bolder; text-align: right;"><span style="margin: 0px; padding: 0px; font-weight: bolder; background-color: rgb(7, 43, 60);">বার্তা ও বানিজ্যিক কার্যালয় : সাওদিয়া মার্কেট, ৩য় তলা, ফার্মগেট, তেজগাঁও, ঢাকা।</span><span style="font-weight: inherit; background-color: rgb(7, 43, 60);"> </span><span style="margin: 0px; padding: 0px; font-weight: bolder; background-color: rgb(7, 43, 60);">ইমেইল: [email protected]</span><span style="font-weight: inherit; background-color: rgb(7, 43, 60);"> </span>বার্তা ও বানিজ্যিক কার্যালয় : সাওদিয়া মার্কেট, ৩য় তলা, ফার্মগেট, তেজগাঁও, ঢাকা।</span><span style="font-weight: inherit; color: rgb(255, 255, 255); font-family: SolaimanLipi; font-size: 16px; text-align: right;"> </span><span style="color: rgb(255, 255, 255); font-family: SolaimanLipi; font-size: 16px; margin: 0px; padding: 0px; font-weight: bolder; text-align: right;">ইমেইল: [email protected]</span></p>
All rights reserved © 2024