মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি : জামালপুরে অসহায় পরিবারকে হামলা করার অভিযোগ পাওয়া গেছে। হামলার স্বীকার হয়ে গুরুত্বর আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মোছাঃ শামছুন্নাহার (৩০) নামের নারী। আহত নারীর স্বামী আশরাফুল ইসলাম বিচার চেয়ে রবিবার (২৬ জানুয়ারী) দুপুরে জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ।
অভিযোগ সুত্রে জানা গেছে , জামালপুর সদর উপজেলার নান্দিনা গ্রামের মো: সোহরাব আলীর ছেলে
মোঃ আবু রায়হান অপু (২৫) ও প্রতিবেশী তোরাপ আলীর ছেলে মোঃ আশরাফ আলী (৩৫) দের সাথে দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়া বিরোধ চলছে। গত শনিবার (২৫) দুপুরে আশরাফ বাড়ীতে না থাকায় তার স্ত্রীর ওপর সোহরাব হোসেনের ছেলে মোঃ আবু রায়হান অপুর নেতৃত্বে মোঃ সোহরাব আলীর স্ত্রী মোছাঃ হোসনে আরা বেগম (৪৫), কন্যা মোছাঃ সুমাইয়া আক্তার (১৯), মো: আবু রায়হান অপুর স্ত্রী মোছাঃ জুই (২১) হামলা চালায়। অপু এলোপাথারি ভাবে মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে নিলা ফুলা জখম করে এবং মো: শামছুন্নাহারের পড়নের জামা কাপড় টানা হেচড়া করে শ্লীলতাহানী করে।পরে লোহার সাফল হাতে নিয়া হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে স্বজোরে বারি মারিলে বারিটি শামছুন্নাহার ডান হাত দিয়ে ফেরালে তাহার ডান হাতের কঞ্চিতে লেগে মারাত্মক হাড় ভাঙ্গা জখম হয় । অপু লোহার সাফল দিয়ে পুনরায় মাথা লক্ষ্য করে বারি মারিলে বারিটি আমার শামছুন্নাহারের কপালে লাগিয়া রক্তাক্ত ফাটা জখম হয়। তিনি মাঠিতে পড়ে গেলে মোছাঃ হোসনে আরা বেগম,মোছা: সুমাইয়া আক্তার, মোছাঃ জুই আক্তার হত্যার উদ্দেশ্যে এলোপাথারি ভাবে কিল ঘুসি ও লাথি মারিয়া মারাত্মক বেদনা দায়ক নিলা ফুলা জখম করে। এরপর জুই বুকের উপর বসে উড়না দিয়ে গলায় পেচাইয়া শ্বাস রুদ্ধের চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ্য করা হয় ।
এ বিষয়ে আহত মোছাঃ শামছুন্নাহার জানান, এলাকার লোকজন বিচার করে জায়গা জমির ঝামেলা মিমাংসা করে দিয়েছে । হঠাৎ বাড়ীতে এসে আমার ওপর অতর্কিত হামলা চালিয়েছে । আমি এর বিচার চাই ।
এদিকে আবু রায়হান অপুদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা কোন কথা বলতে রাজি হননি ।
এ বিষয়ে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ আবু ফয়সল মো: আতিক জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
<p><font color="#ffffff" face="SolaimanLipi"><span style="font-size: 16px; background-color: rgb(7, 43, 60);"><strong>প্রধান উপদেষ্টা : লুৎফর রহমান </strong></span></font></p><p><span style="margin: 0px; padding: 0px; font-family: SolaimanLipi; font-weight: bolder; color: rgb(255, 255, 255); font-size: 16px; background-color: rgb(7, 43, 60);">সম্পাদক ও প্রকাশক : মাসুদুর রহমান ,সহ সম্পাদক : জাকারিয়া তৌহিদুল খায়ের (নিপুন)</span></p><p><span style="color: rgb(255, 255, 255); font-family: SolaimanLipi; font-size: 16px; margin: 0px; padding: 0px; font-weight: bolder; text-align: right;"><span style="margin: 0px; padding: 0px; font-weight: bolder; background-color: rgb(7, 43, 60);">বার্তা ও বানিজ্যিক কার্যালয় : সাওদিয়া মার্কেট, ৩য় তলা, ফার্মগেট, তেজগাঁও, ঢাকা।</span><span style="font-weight: inherit; background-color: rgb(7, 43, 60);"> </span><span style="margin: 0px; padding: 0px; font-weight: bolder; background-color: rgb(7, 43, 60);">ইমেইল: [email protected]</span><span style="font-weight: inherit; background-color: rgb(7, 43, 60);"> </span>বার্তা ও বানিজ্যিক কার্যালয় : সাওদিয়া মার্কেট, ৩য় তলা, ফার্মগেট, তেজগাঁও, ঢাকা।</span><span style="font-weight: inherit; color: rgb(255, 255, 255); font-family: SolaimanLipi; font-size: 16px; text-align: right;"> </span><span style="color: rgb(255, 255, 255); font-family: SolaimanLipi; font-size: 16px; margin: 0px; padding: 0px; font-weight: bolder; text-align: right;">ইমেইল: [email protected]</span></p>
All rights reserved © 2024