গত ২৭ জানুয়ারী সোমবার "দূর্নীতির খোঁজে সত্যের সন্ধানে প্রতিদিন, জামালপুরে জনস্বাস্থ্যের ল্যাট্রিন কর্মসূচীতে ব্যাপক অনিয়ম কোটি কোটি টাকা হরিলুট" ও ২৮ জানুয়ারী মঙ্গলবার জামালপুর থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন "দূর্নীতির খোঁজে সত্যের সন্ধানে প্রতিদিন,জামালপুরে জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলীর আবাসিক কোয়ার্টারটিও কেরানী বাবুর দখলে" শিরোনাম সহ ইতিপূর্বে বিভিন্ন পত্রিকায়/ অনলাইন গুলোতে প্রকাশিত সংবাদ গুলোর প্রতিবাদ জানিয়েছেন জামালপুরে জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রধান সহকারী মো: জাহাঙ্গীর কবীর বাবু।
এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, জনস্বাস্থ্য অধিদপ্তর জামালপুরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদের ছত্রছায়ায় প্রধান সহকারী মো: জাহাঙ্গীর কবীর বাবুর যোগসাজসে অত্যন্ত সুকৌশলে এ প্রকল্পের কোটি কোটি টাকা হরিলুট সম্পন্ন হয়েছে বলে ২৭ জানুয়ারী পত্রিকার সংবাদে বলা হয়েছে । মুলত পক্ষে ল্যাট্রিনের কাজ ঠিকাদাররা করেছে। এখানে আমাদের অনিয়ম করা কিংবা অর্থ আত্মসাৎ এর কোন সুযোগ নেই। একটি কু চক্র মহল সমাজে আমাদের হেয় পতিপন্ন করার জন্য সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে আমাদের জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত । আমি এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি ।
২৮ জানুয়ারী পত্রিকার সংবাদে বলা হয়েছে, অল্পকিছুদিনের ব্যবধানে একদিকে যেমন পুরো জনস্বাস্থ্য অফিসে রামরাজত্ব কায়েম করে ফেলেছে। তেমনি দূর্নীতির বরপূত্র এই বাবু এবং সম্পুর্ন সংবাদে যে অভিযোগ গুলো আনা হয়েছে এগুলা সম্পুর্ন মিথ্যা এবং বানোয়াট। এই সংবাদ গুলোর প্রকাশিত হওয়ার পর থেকেই সামাজিক, মানষিক ও দাফতরিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি।
মুলত বিষয় হলো, আমি একজ সম্ভান্ত মুসলিম পরিবারের সন্তান। পারিবারিক ভাবে আমি আগে থেকেই প্রতিষ্ঠিত। আমি অধিদপ্তরে নিষ্ঠার সাথে কাজ করতেছি বিধায় অনেকে হিংসাত্মক ভাবে আমাকে বিভিন্ন ভাবে হেনস্তা করে এবং নানা সময়ে বিভিন্ন হুমকির সম্মখ্খিন হই। এছাড়া দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তিরা আমার ক্ষতি সাধন করার জন্য উঠে পড়ে লেগেছে। আমার বিরুদ্ধে দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে পত্রিকাটিকে বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করা উচিত ছিলো বলে আমি মনে করছি। একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এ মিথ্যা সংবাদের অবতারণা করা হয়েছে শুধু আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি আমার ক্ষতি সাধন করার জন্য। অন্য দিকে বোষপাড়া এলাকায় জনস্বাস্থ্যূ প্রকৌশল অধিদপ্তরের ভান্ডার এলাকায় পুরাতন বাংলোতে আমার বিষয়ে যে গুজব ছড়িয়ে, তা বাস্তবে কোন সত্যতা নেই, আমি ভান্ডার রক্ষক হিসাবে দায়িত্ব থাকায় আমার দায়িত্ব পালনের সুবিধার্থে আমি সেখানে অস্থায়ী ভাবে অবস্থান করি। এছাড়া যে সকল লোক অধিদপ্তর হতে অনৈতিক সুবিধা নিতে পারে নাই, তারাই বিভিন্ন ভাবে আমাকে বদলীর হুমকি দেয়, বিভিন্ন ভাবে আমাকে মানসিক চাপে রাখে। এমতাবস্থায় প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি উক্ত সংবাদ গুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
অন্যদিকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জামালপুর কার্যালয়ের সুযোগ্য নির্বাহী প্রকৌশলী জনাব মো: সুলতান মাহমুদ স্যার মহোদয় অত্যন্ত ভাল একজন মানুষ। আমি উনার সহিত তিন বছর যাবত অফিসে কাজ করে আসতেছি, উনার মধ্যে কোন প্রকার দুর্নিতি নেই, উনার কাজের ভিতর স্বচ্ছতা আছে। নির্বাহী প্রকৌশলী মহোদয় বিগত তিন বছরে অত্র দপ্তরে কোন প্রকার অনৈতিক কর্মকান্ড এর সহিত জড়িত ছিলেন না। উনি অত্যন্ত সহজ সরল মানুষ। তিনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অত্যন্ত দক্ষতা ও সততার সাথে কার করে অধিদপ্তরের ভাবমুর্তি সমুন্বত রেখেছেন।
এমতাবস্থায় প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। আমি এবং আমি উক্ত সংবাদ গুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
মো: জাহাঙ্গীর কবীর বাবু।
<p><font color="#ffffff" face="SolaimanLipi"><span style="font-size: 16px; background-color: rgb(7, 43, 60);"><strong>প্রধান উপদেষ্টা : লুৎফর রহমান </strong></span></font></p><p><span style="margin: 0px; padding: 0px; font-family: SolaimanLipi; font-weight: bolder; color: rgb(255, 255, 255); font-size: 16px; background-color: rgb(7, 43, 60);">সম্পাদক ও প্রকাশক : মাসুদুর রহমান ,সহ সম্পাদক : জাকারিয়া তৌহিদুল খায়ের (নিপুন)</span></p><p><span style="color: rgb(255, 255, 255); font-family: SolaimanLipi; font-size: 16px; margin: 0px; padding: 0px; font-weight: bolder; text-align: right;"><span style="margin: 0px; padding: 0px; font-weight: bolder; background-color: rgb(7, 43, 60);">বার্তা ও বানিজ্যিক কার্যালয় : সাওদিয়া মার্কেট, ৩য় তলা, ফার্মগেট, তেজগাঁও, ঢাকা।</span><span style="font-weight: inherit; background-color: rgb(7, 43, 60);"> </span><span style="margin: 0px; padding: 0px; font-weight: bolder; background-color: rgb(7, 43, 60);">ইমেইল: [email protected]</span><span style="font-weight: inherit; background-color: rgb(7, 43, 60);"> </span>বার্তা ও বানিজ্যিক কার্যালয় : সাওদিয়া মার্কেট, ৩য় তলা, ফার্মগেট, তেজগাঁও, ঢাকা।</span><span style="font-weight: inherit; color: rgb(255, 255, 255); font-family: SolaimanLipi; font-size: 16px; text-align: right;"> </span><span style="color: rgb(255, 255, 255); font-family: SolaimanLipi; font-size: 16px; margin: 0px; padding: 0px; font-weight: bolder; text-align: right;">ইমেইল: [email protected]</span></p>
All rights reserved © 2024