
মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি :
জামালপুরে অপারেশন ডেভিল হান্টের বিশেষ অভিযানে বিভিন্ন উপজেলা থেকে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতার হওয়া সবাই আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস্ ) মোঃ সোহেল মাহমুদ পিপিএম।
জামালপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় সুত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্টে রবিবার জেলার জামালপুর সদর, সরিষাবাড়ী, ইসলামপুর, মাদারগঞ্জ উপজেলায় ১১ টি টিম বিশেষ অভিযান পরিচালনা করে । সদর উপজেলা থেকে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫- ডি ধারায় ৬ ই ফেব্রুয়ারীর মামলায় শৈলেরকান্দা এলাকার মরহুম আকবর হোসেনের ছেলে ও ইটাইল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো: কামরুল ইসলাম (৫৭) কে গ্রেফতার করে পুলিশ। এদিকে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সং/২০১৩) এর ৬/৮/৯/১০/১১/১২ ধারায় গত ১৮ জানুয়ারী সদর থানায় দায়ের হওয়া মামলার আসামী শহরের কাচারী পাড়া এলাকার মাসুদুল আলমের ছেলে ও ছাত্রলীগের সদস্য মিরান আহমেদ (১৯) কে গ্রেফতার করা হয়। অন্যদিকে পেনাল কোড-১৮৬০ এর ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইন ৩/৪ তৎসহ ১৪৭/১৪৯/৩২৩/১১৪ ধারায় ২০২৪ সালের ২ অক্টোবর সরিষাবাড়ী থানায় দায়ের করা মামলায় গোপীনাথপুর এলাকার মৃত বাদশাহ মন্ডলের ছেলে ও ৬নং ভাটারা ইউনিয়নের আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক মো: রমজান আলী (৫০) কে ভাটারা বাজার থেকে গ্রেফতার করা হয়। সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৬/৮/৯/১০/১১/১২ ধারায় ১৪ জানুয়ারী ইসলামপুর থানায় দায়ের করা মামলায় তারতাপাড়া এলাকার মরহুম নুরুল ইসলাম এর ছেলে ও ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম ডাকলু (৩৫) এবং ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) তৎসহ বিস্ফোরক দ্রব্যাদি আইন ১৯০৮ (সংশোধন/২০০২) সনের ৩ এর ২০২৪ সালের ১৭ ডিসেম্বর দায়ের করা মামলায় মৌজাজাল্লা পোদ্দার পাড়া এলাকার শ্রী ভানু চন্দ্র মৃধার ছেলে ও ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের সক্রিয় কর্মী শ্রী কাজল চন্দ্র মৃধা (৪৪) কে গ্রেফতার করা হয়। এদিকে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৬/৮/৯/১০/১১/১২ ধারায় মাদারগঞ্জ থানায় দায়ের হওয়া মামলায় বালিজুড়ী পুর্ব পাড়া এলাকার মো: দুল্লুর ছেলে ও মাদারগঞ্জ পৌর ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. অন্তর (১৯)কে গ্রেফতার করা হয়। তারা অস্থিতিশীলতা সৃষ্টিকারী এবং পরিকল্পনাকারী অথবা সহযোগী হিসেবে বিভিন্ন অপকর্মে জড়িত।
জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস্ ) মোঃ সোহেল মাহমুদ পিপিএম এ প্রতিবেদক মাসুদুর রহমানকে জানান, বিভিন্ন থানা এলাকা থেকে জামালপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
dailyalochitosangbad