ঢাকাMonday , 10 February 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ

জামালপুরে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

dailyalochitosangbad
February 10, 2025 6:42 pm
Link Copied!

Spread the love

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোরহাব হোসেন এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আকিজুর রহমানের বিরুদ্ধে রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, শাবাজপুর ইউনিয়নের সর্দারপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে স্থানীয় বিএনপির দুই নেতারা তাদের লোকজন দিয়ে চলতি মাসের ৫ ফেব্রুয়ারী ভোর রাতে সরকারি তিনটি বড় বড় গাছ কেটে ফেলেন। পরে আরও দুটি গাছ কাটার সময় সকাল হয়ে গেলে স্থানীয়রা বাধা দিলে তারা জানান পার্টি অফিসের আসবাবপত্র করার জন্য গাছগুলো কাটা হচ্ছে।

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোরহাব হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, এই অভিযোগগুলি মিথ্যা ও ভিত্তিহীন। তিনি দাবি করেন গাছ কে বা কারা কেটে নিয়েছে তা তারা জানেন না। তাদেরকে সমাজে হেয় প্রতিপন্ন করতে এসব অভিযোগ তোলা হয়েছে।

শাহবাজপুর ইউনিয়ন ভূমি অফিসের নায়েব বিজন দে বলেন, খবর পেয়ে সোমবার ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। সেখানে তিনটি গাছ কাটা হয়েছে এবং আরও দুটি গাছ অর্ধেক কাটা অবস্থায় পাওয়া গেছে। কে গাছগুলো কেটেছে, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

dailyalochitosangbad