
মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি:
জামালপুরে ডিবি পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাজা সহ হনুফা বেগম(৩৫) নামের মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিকেলে বিষয়টি নিশিত করে ডিবি পুলিশের ওসি মো: নাজমুস সাকিব জানান, জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয় এর নির্দেশনায় প্রতিনিয়ত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে ডিবি পুলিশ। গত রবিবার বিকাল সাড়ে চারটায় জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের ময়নার মোড় সংলগ্ন গোপিনাথপুর পুর্ব পাড়া মরহুম সাহেব আলীর ছেলে মনোহর আলী (৪০) এর বাড়ীতে এসআই মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে ডিবি-১ এর চৌকশ অভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় ১০০ গ্রাম গাজা উদ্ধার ও মনোহর আলীর স্ত্রী হনুফাকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মহিলা মাদক ব্যবসার কথা স্বীকার করেছে। পরবর্তীতে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
dailyalochitosangbad