ঢাকাMonday , 10 March 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

dailyalochitosangbad
March 10, 2025 9:19 am
Link Copied!

Spread the love
গত ৯ মার্চ আপন দেশ নামক অনলাইন নিউজ পোর্টালে “জামালপুর জনস্বাস্থ্যের এলিট দুর্নীতিবাজ ‘সুলতাননামা‘” শিরোনাম সহ ইতিপূর্বে বিভিন্ন স্থানীয়/জাতীয়/অনলাইন পত্রিকায় নানা শিরোনামে সংবাদ প্রকাশ হয়েছে। প্রকাশিত সংবাদ গুলোর প্রতিবাদ জানিয়েছেন জামালপুর জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: সুলতান মাহমুদ  ।
এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আমাকে জড়িয়ে বিভিন্ন অভিযোগ এনে সংবাদ প্রকাশ করা হয়েছে।  সংবাদে বলা হয়েছে,  এমন পরিস্থিতিতে তাল গাছের মতো একপায়ে বীরদর্পে স্বপদে আছেন সুলতান মাহমুদ। শুধু প্রকৌশল সেক্টরেই নয়; আওয়ামী লীগের মাঠ নেতাদেরও প্রশ্ন কী ঐশ্বরিক ক্ষমাধারী এই সুলতান? যিনি হাজার কোটি টাকা লোপাটকারী। যার দিকে তাক করা সচিবালয়ে অগ্নিসংযোগ অভিযোগের তীর। নির্বাহী প্রকৌশলীর পদ ধারণ করলেও অতীত-বর্তমান প্রধান প্রকৌশলী নিয়ন্ত্রক তিনি। দেশের বিভিন্ন অঞ্চলের পর ২০২২ সাল থেকে আজও আছেন জামালপুর জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী হিসেবেই। সকল জেলাতেই তার কর্মের ছাপ বিরাজমান। সংবাদে আমার বিরুদ্ধে আনা সম্পুর্ন তথ্য মিথ্যা।  আমি জামালপুরে যোগদানের পর বিভিন্ন উন্নয়ন মুলক কাজ সঠিক ভাবে আদায় করে নিয়েছি।  যা দেশের জনপ্রিয় পত্রিকা গুলোতে সংবাদও প্রকাশিত হয়েছে। কিছু অসাধু ব্যক্তির স্বার্থে আঘাত লাগার কারণে তারা ষড়যন্ত্র করে আসছে ।  মিথ্যা সংবাদ প্রচার করা থেকে বিরত থাকার জন্য  প্রিয় সাংবাদিক ভাইদের অনুরোধ করব।  একটি কু চক্রি মহল সমাজে আমাদের হেয় পতিপন্ন করার জন্য সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে আমাদের জড়িয়ে  যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত ।
এ ছাড়াও প্রতিবাদ পত্রে তিনি আরো বলেন,  একটি মহল অবৈধ পথে সুবিধা আদায় করতে না পেরে জেলা নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ স্যার প আমাকে নিয়ে  ষড়যন্ত্র শুরু করেছে ।  কিছু দিন ধরে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্যারকে নিয়ে বিভ্রান্তিকর পোস্ট গুজব ছড়িয়ে যাচ্ছে।  এগুলো কর্মকাণ্ডে স্যারের চরম সম্মানহানি হয়েছে।  তিনি কখনো কোন রাজনীতির সাথে জড়িত থাকেনি।  সেই সাথে এই বিষয় গুলা নিয়ে গুজবকারীদের থেকে সবাইকে সতর্ক থাকার আহব্বান জানান তিনি।  সংবাদে আরো উল্লেখ্য করা হয়েছে,  এই প্রকৌশলী সুলতান মাহমুদকে নিয়ে আপন দেশ-এর বিশেষ অনুসন্ধানে মিলেছে ভয়ঙ্কর তথ্য। জাল সনদ, ভূয়া লাইসেন্স, স্বজনের নামে-বেনামে ঠিকাদারী প্রতিষ্ঠান, কাজ না করেই বরাদ্দ উত্তোলন, অগ্রিম বিল প্রদান, বদলির চিঠি গায়েব করা, ষ্টান্ড রিলিজ ও দুর্নীতির বিভাগীয় তদন্ত রিপোর্ট বাক্সবন্দি, দলীয় মন্ত্রীকেও ব্লাকমেইল করা, এনবিআরকে ফাঁকি দেয়া, প্রতিপক্ষ ঠেঙ্গাতে নিজস্ব ‘সুলতান বাহিনী’ গড়ে তোলা, উর্ধতন কর্মকর্তাকে জিম্মি করা, দুর্নীতি দমন কমিশনের ফাইল হিমাগারে পাঠানো,  স্বপরিবারে বিদেশ যেতে এনওসি গ্রহণ এবং সর্বশেষ বান্দরবানে বদলির আদেশপত্রটি লাল ফিতায় বাধা, স্ত্রী মোছাঃ ফাল্গুনী নুপুরের মাধ্যমসহ নিজে অবৈধপন্থায় অর্জিত সম্পদে দেশ-বিদেশে স্থাবর-অস্থাবর সম্পদের ভয়াবহ তথ্য মিলেছে। এ নিয়ে নতুন করে নড়েচড়ে বসেছে দুদকও। সংবাদে যে অভিযোগ গুলো আনা হয়েছে এগুলা সম্পুর্ন মিথ্যা এবং বানোয়াট।  এই সংবাদ গুলোর প্রকাশিত হওয়ার পর থেকেই  মানষিক ও দাফতরিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এ মিথ্যা সংবাদের অবতারণা করা হয়েছে শুধু আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি আমার ক্ষতি করার জন্য।  প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।
মুলত বিষয় হলো,  দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তিরা আমার ক্ষতি সাধন করার জন্য উঠে পড়ে লেগেছে। আমার স্তীর নামে কোন লাইসেন্স নেই।  আর তা ছাড়া আমার অফিসের স্টাফরা আমার বিষয়ে আরো ভাল জানে।  আর তা ছাড়া আমি কখনই কোন বদলির আদেশ গুম করেনি। আমার অফিসিয়াল সকল ডকুমেন্ট সঠিক আসে।  আমার স্ত্রীর নামে তেমন কোন সম্পত্তি নাই।  আর আমি প্রতি বছর ইনকাম টেক্স সঠিক ভাবেই দিয়ে আসছি।  আর আমার ডিপার্টমেন্ট এর উর্ধতন কর্তৃপক্ষ কখনই কাজ বাস্তবায়ন  না হলে বরাদ্দ প্রদান করেন না।আমি যদি আওয়ামী লীগেরই দোসর কোনদিনই ছিলাম না।  রাজনীতিতে কখনো জড়ায়নি।   আর জামালপুরের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকাণ্ডের সংবাদ ইতিমধ্যে দেশের জনপ্রিয় জাতীয়/স্থানীয়/ অনলাইন গুলোতে প্রকাশ হয়েছে। সুবিধা আদায় করতে না পেরে জামালপুরবাসীকে উন্নয়ন থেকে বঞ্চিত রাখতে একটি মহল ইতিমধ্যে বিভিন্ন পায়তারা করে আসছে। সরকারের উন্নয়ন মুলক কাজের বেঘাত সৃষ্টির পাশাপাশি  রাষ্টের ভাবমূর্তি ক্ষুন্ন করে আসছে।  সম্প্রতি আওয়ামী লীগ পন্থী এক সাংবাদিক সহ কয়েকজন নামধারী সাংবাদিক আমার নিকট মোটা অংকের টাকা চাদা দাবি করেন।  আমি টাকা দিতে নাকোচ করি বিধায় তারা আমার বিরুদ্দে উঠে পড়ে লেগেছে ও আমার এবং আমার স্ত্রীর বিরুদ্ধে বানোয়াট, মিথ্যা তথ্য সাজিয়ে ভিত্তিহীন, বানোয়াট ও সম্মান হানিকর সংবাদ প্রকাশ করা হয়েছে। যে সব অভিযোগ আনা হয়েছে তার সবই মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, ষড়যন্ত্রমূলক, হয়রানীমূলক এবং সম্মানহানিকর। এসব সংবাদ প্রকাশ করে আমাদের সামাজিক মর্যাদা ক্ষুন্ন করা হয়েছে। আমরা এ ধরনের কাল্পনিক সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
মো: সুলতান মাহমুদ

dailyalochitosangbad