ঢাকাFriday , 14 March 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ

বিএনপি নেতাকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে নেতাকর্মীদের প্রতিবাদ সভা

dailyalochitosangbad
March 14, 2025 8:55 pm
Link Copied!

Spread the love

মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি : মাদারগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সিধুলী ইউনিয়ন বিএনপির সভাপতি এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী মিজানুর রহমান রতনের নামে অপপ্রচারের বিরুদ্ধে নেতাকর্মীদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে ৷ স্থানীয় এলাকাবাসীর আয়োজনে শুক্রবার (১৪ মার্চ) রাত ১০ টায় শ্যামগঞ্জ কালিবাড়ী সিধুলী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল মাষ্টার, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন তোতা, সিধুলী ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহবুবুর রহমান রকি, ৫ নং ওয়ার্ডের সদস্য জানিক, ৪ নং ওয়ার্ড এর সদস্য ওয়াহেদ আলী নান্টু, ৩ নং ওয়ার্ড এর ইউপি সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জুয়েল রানা, জেলা ছাত্রদলের সহ সভাপতি মনিরুজ্জামান মনির, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ফরহাদ হোসেন টিক্কা, সহ সভাপতি জাহাঙ্গীর আলম,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর মাসুদুর রহমান বাভলু,সাংগঠনিক সম্পাদক ছামিউল ইসলাম আইনুল, সহ সভাপতি মঞ্জুরুল ইসলাম মিঠু, সহ সভাপতি নুরুল ইসলাম কালু, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক স্বপন মাহমুদ সহ এলাকার স্থানীয় গণ্য মাণ্য ব্যক্তি, উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, সিধুলী ইউনিয়নে জন্ম সনদ, ওয়ারিশ সনদ সহ বিভিন্ন কাগজ পত্র তুলতে পরিষদে যায় নাগরিকরা। কাগজ পত্র তুলতে গেলে নাগরিকদের চরম ভোগান্তিতে পোহাতে হয়। ইউনিয়নের নাগরিকরা বিষয়টি নিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী মিজানুর রহমান রতনের কাছে গেলে তিনি বিষয় গুলো নিয়ে জনগণের নাগরিক সেবা নিশ্চিত করার জন্য পরিষদে কথা বলতে গিয়েছিল । সেখানে ইউপি সদস্যরাও উপস্থিত ছিল। সেখানে কোন অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি। কিন্তু বিষয়টি একটি চক্র সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে অপপ্রচার কারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবী জানাই।
সিধুলী ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহবুবুর রহমান রকি জানান, সেদিন আমরা মেম্বাররা সবাই উপস্থিত ছিলাম। পাশাপাশি সচিব মহোদয়ও ছিল। নাগরিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মিজানুর রহমান রতন ভাই কথা বলতে গিয়েছিল। দলীয় কোন অধিকারের কথা তিনি বলেনি। জনগণের দুর্ভোগের কথাটা বলেছে । সেদিনের আলোচনা গুলা নিয়ে সাংবাদিকদের কাছে কে বা কারা আরেক ভাবে বিশ্লেষণ করে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে । পরিশেষে বলব নাগরিক সেবা ১০০% নিশ্চিত করার জন্য সবার সহযোগীতা আমরা মেম্বাররা কামনা করছি। মিজানুর রহমান রতন ভাইকে রাজনৈতিক ভাবে ক্ষতি করার জন্য একটি চক্র উঠে পড়ে লেগেছে। মিথ্যা সংবাদ প্রচার করা থেকে সাংবাদিক ভাইদের অনুরোধ করব। তিনি আরো জানান, প্রতিদিন সকাল ৮ টা থেকে পরিষদে বিভিন্ন গ্রামের নাগরিকরা ছুটে আসে সেবা নেওয়ার জন্য। প্রশাসক স্যার উপস্থিত অনেক সময় না থাকার কারনে দুর্ভোগে পড়ে যায় সেবা নিতে আসা ব্যক্তিরা। এ অনেক সময় অনেক উচ্চ বাক্যও আমরা শুনি জনগণের থেকে। পরিষদের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সবার হস্তক্ষেপ কামনা করছি।

dailyalochitosangbad