ঢাকাThursday , 24 October 2024
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

২-০ ব্যবধানে সিরিজ জয় দেশের ক্রিকেটের জন্য বড় ঘটনা নিঃসন্দেহে

dailyalochitosangbad
October 24, 2024 6:15 pm
Link Copied!

Spread the love

চলতি চক্রে আগের চেয়ে জয়ের সংখ্যা বাড়লেও সামগ্রিক অর্থে বাংলাদেশের টেস্ট আটকে আছে আগের ধারাতেই। তবে এর মাঝেও বাংলাদেশের প্রাপ্তির খাতা একেবারেই শূন্য বলা চলে না। পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয় দেশের ক্রিকেটের জন্য বড় ঘটনা নিঃসন্দেহে। তেমনি দলীয় ব্যর্থতার মাঝে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান্সটাও আলাদাভাবে নজর কেড়েছে ক্রিকেটের দুনিয়াতে।

চলতি চক্রে একমাত্র ক্রিকেটার হিসেবে ৫০০ রান এবং ৩০ উইকেট পূরণ করেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। সামগ্রিকভাবেই এই কৃতিত্ব মিরাজের আগে ঘটেছে কেবল ৩ বার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে দ্বিতীয় টেস্টে ৯৭ রানের ইনিংস খেলার পথে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। চলতি চ্যাম্পিয়নশিপের চক্রে এই টাইগার অলরাউন্ডারের রান ৫৫৪।

আর বল হাতে মিরাজ এখন পর্যন্ত শিকার করেছেন ৩৪ উইকেট। ব্যাটিং তালিকার তুলনায় বোলিংয়েই মিরাজ অনেকটা এগিয়ে। শীর্ষ উইকেটশিকারীর তালিকায় মিরাজ আছেন ১২তম স্থানে। শীর্ষে ভারতের রবিচন্দ্রন অশ্বিন। যার উইকেট ৫৬টি। আর ব্যাট হাতে সবচেয়ে বেশি রান জো রুটের। ইংলিশ এই ব্যাটারের রান ১ হাজার ৭১৭।

 

মিরাজের আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের এক চক্রে ৫০০ রান ও ৩০ উইকেটের জোড়া মাইলফলক স্পর্শ করতে পেরেছিলেন কেবল দুইজন। ইংল্যান্ডের বেন স্টোকস এই মাইলফলক স্পর্শ করেছেন দুইবার। অন্যবার রবীন্দ্র জাদেজার করা।

dailyalochitosangbad