ঢাকাSunday , 9 February 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ

জামালপুরে ৮০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

dailyalochitosangbad
February 9, 2025 6:34 am
Link Copied!

Spread the love

মাসুদুর রহমান

৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ ফিরোজ(২৯) ও মোঃ মেহেদী(২৪) নামের দুই যুবককে গ্রেফতার করেছে জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)১। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তরের পর আদালতে প্রেরণ করা হয়েছে । রবিবার (৯ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)১ এর ওসি মো: নাজমুস সাকিব।
জানা যায়, জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা এর নির্দেশনায় প্রতিনিয়ত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে ডিবি-১ এর চৌকশ অভিযানিক দল শনিবার রাত সাড়ে আটটায় দেওয়ানগঞ্জ উপজেলার জোয়ানেরচর খা-পাড়া চান মিয়া বেপারীর বাড়ীর দক্ষিন পার্শে পাকা রাস্তার উপর থেকে ৮০(আশি) পিস ইয়াবা ট্যাবলেট সহ কুড়িগ্রাম জেলার ডুষমাড়া উপজেলার মহনগঞ্জ ইউনিয়নের নয়ারচর মধ্যপাড়া গ্রামের মো: ইসমাইল হোসেন এর ছেলে মো: ফিরোজ (২৯) ও একই এলাকার আবুল কাসেমের ছেলে মো: মেহেদী (২৪) নামের মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসে ।
এ বিষয়ে জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)১ এর ওসি মো: নাজমুস সাকিব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

dailyalochitosangbad